২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

র‌্যাবের হাতে জিনের বাদশা কালা হুজুর আটক

বরিশাল:জিনের বাদশা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক কালা হুজুরকে আটক করেছে র‌্যাব-৮। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “জিনের বাদশা” পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র‌্যাব-৮, বরিশালের গোচরিভূত হয়।এরপরপরই এ বিষয়ে র‌্যাব-৮ এর অধীন্যাস্ত ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে শনিবার (০৩ ডিসেম্বর) র‌্যাবের একটি আভিযানিক দল এএসপি মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন চাঁননীর হাট বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া জিনের বাদশা পরিচয় দানকারী নাজিম উদ্দিন হাওলাদার (২৫)কে আটক করা হয়। সে বোরহানউদ্দিন থানাধীন চকডোসা এলাকার নিরব হাওলাদারের ছেলে। র‌্যাব জানায়, আটক নাজিম উদ্দিন হাওলাদার কখনো মাওলানা কামরুজ্জামান, আবার কখনো কালা হুজুর (জিনের বাদশা)হিসেবে পরিচয় দিয়ে আসতো।এছাড়া সে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আটকের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়। আটককৃতর বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এএসপি মোঃ জামাল উদ্দিন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ