২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জুবাইয়া বিন্তে কবির :- যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন করেছে ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বরিশাল । এ উপলক্ষ কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী। সকাল ৭টায় বরিশাল সদরের বটতলা মোড়ে অংশগ্রহণকারীদের মাঝে টি-সার্ট বিতরন করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের করে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. আলী আজগর ভুঁইয়া, রেজিস্ট্রার ড. মোঃ শহীদুল ইসলাম এবং ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমান।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমানের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মোঃ জিয়াউল হক এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম বলেন, ‘ভাষা এমন একটি মহান মানবিক ক্ষমতা যা অন্য কোনও প্রাণির নেই। ভাষা মানুষের মস্তিষ্কের বিকাশের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে। মানুষের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে সৃজনশীল চিন্তা করার, যা মস্তিষ্ক থাকা সত্ত্বেও প্রাণিকূলের অন্য কারও নেই।’
তিনি আরও বলেন, মাতৃভাষা দিবস হিসাবে বাংলা ভাষা সম্পর্কিত একটি দিন আমরা উদযাপন করি। বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার পেছনের কারিগরেরা সম্মানের দাবিদার। আর আজকে মাতৃভাষা দিবসে অবশ্যই বাঙালির শেকড়ের জ্ঞান, ঐতিহ্য এবং যারা এটিকে রক্ষা করেছেন, যারা এটি চর্চা করেছেন; তাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়। আমরা সবাই আজ ভাষা শহীদসহ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শহীদুল ইসলাম ‘বহুমাত্রিক ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ