২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা: এবার চালু হলো বরগুনায়

বাণী ডেস্ক: প্রান্তিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের উন্নত পরামর্শ প্রদানের সুবিধার্থে দেশের ২৩৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস/ই প্যাকেজের পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন। সর্বশেষ দেশের ৬৮টি প্রতিষ্ঠানে ২ সেপ্টেম্বর থেকে টেলি মেডিসিন সেবা শুরু হয়। এর মধ্যে বরগুনা জেলার আমতলী ও বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ সেবা রয়েছে ।
এমআইএস/ই প্যাকেজের পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন জানান,
‘রোস্টার করে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনের মাধ্যমে টেলিমেডিসিন চালু হওয়া প্রতিষ্ঠানগুলোতে সংযুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ সেবা দেবেন।’
বরগুনার সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, ‘সারাদেশে চিকিৎক সংকটের মধ্যে আমরা স্বাভাবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অনেক রোগীর জন্যেই উন্নত চিকিৎসা প্রয়োজন হয়। জেলা বা উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। সাধারণ মানুষ টেলিমেডিসিন কার্যক্রমে তাদের পরামর্শের আওতায় আসবেন।’
আমতলীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনয়েম সা’দ জানান, ‘টেলিমেডিসিনে হাসপাতাল থেকে একজন মেডিকেল অফিসারকে অ্যাসাইন করা হয়েছে। কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হচ্ছে।’
টেলিমেডিসিনের টেকনিক্যাল কার্যক্রম পরিচালনায় আমতলী উপজেলায় টেলিমেডিসিন স্টাফ পদে নিয়োগ পেয়েছেন এমএটিএস-ম্যাটস থেকে পাস করা এসএসিএমও-সেকমো মাইনুল ইসলাম এবং বেতাগিতে হেলাল হোসেন।
তারা জানান, অনলাইনে এ কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের প্রযোজনীয় যন্ত্র স্থাপন করা হয়েছে। এখানকার একজন মেডিকেল অফিসার রোগীদের সমস্যা জেনে অপরপ্রান্তে থাকা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবেন। প্রয়োজনে রোগী নিজেও কথা বলতে পারবেন। আধুনিক অনলাইন ব্যবস্থায় উভয় প্রান্ত থেকে অডিও-ভিজ্যুয়াল কমিউনিকেশনস সেবা প্রদান করা হবে। বাসস

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ