২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছারছীনা দরবার শরীফে মাহফিল চলছে, কাল আখেরী মুনাজাত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান : শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয় কুত্বুল আলম, শায়খুল মাশায়েখ পীর শাহ্ সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহঃ)-এর ৭২ তম ও মুজাদ্দিদে যামান, কুত্বুল আলম পীর শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ)-এর ৩৪ তম ঈছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে। আজ ২য় দিন, আগামীকাল শেষদিন বাদ এশা মীলাদ ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরীব জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়। প্রথম দিন বাদ মাগরীব থেকে শুরু করে ফজর পর্যন্ত খতমে শবিনা চলমান থকে। আজ দ্বিতীয় দিন বাদ ফজর থেকে মাগরীব পর্যন্ত ছাত্রদের হামদ-না’ত, আলোচনা ও বাদ মাগরীব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন জিকিরের তা’লীম পরিচালনা করেন। তা’লীমের পর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ সহ দরবারের ওলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে ওয়াজ নসীহত করেন।

সর্বশেষ