৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরূপকাঠির বিসিক শিল্প নগরীতে ভয়াবহ অগ্নিকান্ডে শারমিন রোপ ফ্যাক্টরী ভস্মীভুত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠির বিসিক শিল্প নগরীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে শারমিন রোপ ফ্যাক্টরী মালামালসহ সম্পুর্ন ভষ্মীভুত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। শারমিন রোপ ফ্যাক্টরীর ম্যানেজার মো. আলমগীর কবির তোতা জানান, আগুনে ফ্যাক্টরির মেশিন, মালামালসহ ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওই দিন রাতে বিসিক শিল্প নগরীর ওই ফ্যাক্টরীতে আগুন দেখে স্থানীয়রা ডাক চিৎকার দেয় এবং এক পর্যায়ে বিভিন্ন মসজিদ থেকে আগুনের খবর দিলে শত শত মানুষ অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় ফ্যাক্টরীর মালামালসহ সম্পুর্ন পুড়ে যায়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সাভির্সের দুটি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বশেষ