৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দিতে চাই : নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান জসিম বরিশাল সদর উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন ৩ প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে, জানাল বিপিএসসি ৬ জুন বাজেট ঘোষণা দেশে ৩৮ দিনে বজ্রপাতে ৭৪ জনের মৃত্যু, বেশির ভাগই কৃষক আগৈলঝাড়ায় পিকআপভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃ*ত্যু বাকেরগঞ্জে নির্বাচন কর্মকর্তা-পুলিশের ওপর হা*মলায় ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেপ্তার ২ বিদেশে পাঠানোর নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল পাথরঘাটার জলিল বরিশালে নদীতে বিষপ্রয়োগ করে মাছ শিকার, যুবককের ১ বছরের কারাদণ্ড চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

ভোলায় সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রতিবেশী বাবা-ছেলেকে কুপিয়ে জখম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: ভোলায় সম্পর্ক ভেঙে যাওয়ায় মো. দোলন নামের এক যুবক প্রতিবেশী মো. মনির হাওলাদার (৪৫) ও মো. রাজিবকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মনিরের স্ত্রী নাজমা বেগম ও ছোট ভাই আনোয়ার হাওলাদার জানান, তাদের বাড়ির পাশের মো. গিয়াসের ছেলে দোলনের সঙ্গে একই এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তাদের একসঙ্গে দেখে ফেললে নাজমাকে দোলন কাউকে কিছু না বলার হুমকি দেন ও মারধর করেন।

তারা আরও জানান, পরে এ ঘটনায় সালিস বসে এলাকায়। এরপর ওই মেয়ের সঙ্গে দোলনের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এতে দোলন ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারের সদস‌্যদের বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিতে থাকেন।

একপর্যায় শনিবার দুপুরে রাজিব ঘর থেকে বের হলে দোলন তাকে গালমন্দ করেন। রাজিব ও তার বাবা মনির এর প্রতিবাদ করলে দোলনসহ তার বাবা গিয়াস, মালা ও কহিনুর ধারালো অস্ত্র নিয়ে এসে রাজিব ও মনিরকে কুপিয়ে আহত করেন।

পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. এনায়েত হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব‌্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ