১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দিতে চাই : নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান জসিম বরিশাল সদর উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন ৩ প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে, জানাল বিপিএসসি ৬ জুন বাজেট ঘোষণা দেশে ৩৮ দিনে বজ্রপাতে ৭৪ জনের মৃত্যু, বেশির ভাগই কৃষক আগৈলঝাড়ায় পিকআপভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃ*ত্যু বাকেরগঞ্জে নির্বাচন কর্মকর্তা-পুলিশের ওপর হা*মলায় ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেপ্তার ২ বিদেশে পাঠানোর নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল পাথরঘাটার জলিল বরিশালে নদীতে বিষপ্রয়োগ করে মাছ শিকার, যুবককের ১ বছরের কারাদণ্ড চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

হিজলায় জিনের আছড় মুক্ত করতে গিয়ে যুবককে গলাটিপে হত্যা, ফকিরসহ আটক ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলা উপজেলায় এক যুবককে জিনের আছড় মুক্ত করতে গিয়ে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় দুই ‘ফকিরকে’ আটক করেছে।

আজ সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কৃষক রাসেল ঘরামী ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে। তার দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল, তার ওপর জিন ভর করেছে। সেই জিন ছাড়াতে আজ সোমবার হিজলা গৌরব্দী ইউনিয়নের বিছর গ্রাম থেকে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামে দুজন ফকিরকে ডেকে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিন ছাড়ানোর নামে ঝাড়ফুঁকের একপর্যায়ে তারা রাসেলের গলা টিপে ধরেন। ওই সময় রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল জানান, ‘জিন ছাড়াতে গিয়ে গলাটিপে হত্যার অভিযোগ পেয়েছি। স্থানীয়রা দুই যুবককে আটক করে। পরক্ষণে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ