৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে গণঅনশন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, পূজা মন্ডব,মঠ- মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ, নারী নির্যাতন,পূজারী হত্যা, লুটপাট ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থা দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানিয়ে গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ পটুয়াখালীতে অনুষ্টিতহয়েছে। বাংলাদেশ পূজাউদযাপনপরিষড়দ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলাশাখারআয়োজনে এ শহরেরলঞ্চঘাটচত্ত্বরে ২৩ অক্টোবরশনিবারসকাল ৯ টারদিকে উক্ত গণঅনশন ও বিক্ষোভসমাবেশশুরু হয়ে দুপুর ১২ টারদিকে শেষ হয়। উক্ত গণঅনশন ও সমাবেশবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এ জেলাশাখারসভাপতিঅতুল চন্দ্রদাস এর সভাপতিত্বে অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী পৌরসভার মেয়রমহিউদ্দিনআহমেদ,জেলাজাসদেরসভাপতি খন্দকারআবদুলহাইএ্যাডভোকেট ও সাধারনসম্পাদকস.ম দেলোয়ার হোসেনদিলীপ, জেলাপূজাউদযাপনপরিষদেরসভাপতিএ্যাড. কমল দত্ত, সম্প্রতিবাংলাদেশ এর পটুয়াখালী জেলাশাখারআহবায়ক খন্দকারফরহাদ জামানবাদল,পটুয়াখালীরহাজী আক্কেল আলীকলেজেরঅধ্যাক্ষ মাসুদ আলমবাবুল, জেলাহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেরসভাপতিমন্ডলীরসদস্য ডাঃজগনাথ পাল,তপনকর্মকার, মংথাংতালুকদার, সৎসংঘপটুয়াখালী জেলাশাখারসাধারনসম্পাদকঅমল কৃঞ্চ মন্ডল ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয়কমিটিরসভাপতিমন্ডলীরসদস্য এ্যাড, তারক চন্দ্র সাহাপ্রমুখ। উক্ত গণঅনশন ও সমাবেশেএসময়বাংলাদেশ পূজাউদযাপনপরিষদ পটুয়াখালী জেলাশাখারসাধারনসম্পাদকসাংবাদিকএ্যাড, কাজলবরন দাস ও পটুয়াখালীরশ্রীশ্রীজিয়াউরআখড়াবাড়ীমন্দিরপরিচালনাকমিটিরকার্যকারীসভাপতিবাবুশিবুলাল দাসসহ জেলাপূজাউদযাপনপরিষদ ও জেলাহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেরনানা স্তরের শতশত নেতৃ বৃন্দ উপস্হিতছিলেন। পরে পৌরসভার মেয়র উক্ত গণঅনশনকারীদেরজুসপানকরিয়েতাদেরগণঅনশন ভাঙ্গান।

সর্বশেষ