৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে জেলেদের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ ঝালকাঠিতে নেতার প্রার্থীর পক্ষে কাজ না করায় আ.লীগের ১০জন বহিষ্কার গৌরনদীতে ১০৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ চাঁদপুরায় গণকের কথায় খলিলের মাংসের দোকানে তালা দিয়েছে মেম্বার ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ এশিয়ার অন্যতম বৃহৎ বৃদ্ধাশ্রম "হেনরীর ভুবন" এর উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা, দীপু মনি এমপি ঝালকাঠিতে র‌্যাবে হাতে সুজন হত্যা মামলার আসামি বাবা-ভাই গ্রেপ্তার গৌরনদীতে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা দিলুসহ রক্তাক্ত জখম-৫

যাত্রীদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি, আনাদলুজেটের উড্ডয়ন বাতিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

যাত্রীদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি আসার ঘটনায় ইসরায়েলের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন বাতিল করেছে তুরস্কের আনাদলুজেট।

ইসরায়েলের এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি যখন বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য চলা শুরু করে, ঠিক তখন যাত্রীদের মোবাইলে দুর্ঘটনার ছবি আসে।

বিবিসি জানিয়েছে, আনাদলুজেট বোয়িং ৭৩৭ নামক বিমানটিতে ১৬০ জন যাত্রী ছিল। উড্ডয়নের সময় বেশ কয়েকজন যাত্রী জানান, তাদের মোবাইলে বিমান দুর্ঘটনার ছবি পাঠানো হয়েছে। বিষয়টি জানতে পেরে বিমানের পাইলট তৎক্ষণাৎ উড্ডয়ন বাতিল করেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন থেকে এয়ারড্রপ ব্যবহার করে ছবি পাঠানো হয়েছে যাত্রীদের মোবাইলে। স্বল্প দূরত্ব থেকে এটি করা হয়েছে। যাত্রীদের মধ্যে যাদের আইফোন রয়েছে, কেবল তাদের কাছেই ছবিগুলো পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিমানটির যাত্রী এবং ক্রুদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের লাগেজ পুনরায় পরীক্ষা করা হয়।

ইসরায়েলের বেশ কয়েকজন তরুণকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। সব কিছু বিবেচনার পর পাঁচ ঘণ্টা দেরিতে বিমানটি ছেড়ে যায়।

সূত্র: বিবিসি

সর্বশেষ