৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রোনালদো একজন দানব!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্পোর্টস ডেস্ক।।
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। সে কারণেই দল ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এমন একটা গুঞ্জন চলছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। এদিকে নতুন কোচ এরিক টেন হ্যাগ আসবেন দিনদুয়েক পর। তার পরিকল্পনাতেও রোনালদো আছেন কি না, এ নিয়েও আছে সন্দেহ। তাই সব দিক মিলিয়ে রোনালদোর ইউনাইটেড ক্যারিয়ারটা শেষ হচ্ছে, এমনটাই ধারণা ইউরোপে।

তবে ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ বলছেন ভিন্ন কথা। জানালেন, রোনালদোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।

চলতি মৌসুমে রোনালদো লিগে করেছেন ১৮ গোল। তবে তার দল জ্বলে উঠতে পারেনি তার মতো। ফলে মৌসুমটা ইউনাইটেড শেষ করছে শীর্ষ চারের বাইরে থেকে। বাকি সব প্রতিযোগিতাতেও ব্যর্থ ইউনাইটেড, যার ফলে শিরোপাখরাটা ৫ বছরে পা দিয়েছে দলটির।

এমন দলে রোনালদো থাকবেন কি না, নতুন কোচ টেন হ্যাগ তার নতুন দলে রোনালদোকে রাখবেন কি না এ নিয়ে প্রশ্ন কম উঠছে না। তবে ডাচ কোচ জানালেন ভিন্ন কথা। সম্প্রতি ডাচ সংবাদ মাধ্যম দি টেলেগ্রাফে এক সাক্ষাৎকারে টেন হ্যাগ বলেন, ‘তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। রোনালদো একজন দানব, সে যা ইতিহাস গড়েছে, তার জন্যে তো বটেই, সে এখনো বেশ উচ্চাভিলাষী; এটা বড় কারণ। তাকে আমি অবশ্যই আমার দলে রাখব।’

চলতি মৌসুমে ১৮ গোল করে ইউনাইটেডের আশা একটা বড় সময় পর্যন্ত টিকিয়ে রেখেছেন রোনালদো, তার ধারেকাছেও নেই আর কোনো ইউনাইটেড ফুটবলার। এই বিষয়টা মনে করিয়ে দিয়ে টেন হ্যাগ বললেন, ‘এই বছর সে ইউনাইটেডের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তার বিশাল পরিসংখ্যান সৃষ্টির ক্ষমতা আছে।’
রোনালদোর ইউনাইটেড ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চললেও কয়েকদিন আগে রোনালদো ম্যানইউ ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি তাকে (টেন হ্যাগ) কে শুভকামনা জানাচ্ছি, পরের বছর আমরা শিরোপা জিততে যাচ্ছি।’

এদিকে ইউনাইটেডের পরবর্তী মৌসুমের জার্সি গায়ে তার একটা ফটোশ্যুটের ছবিও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবকিছু তাই ইঙ্গিত দিচ্ছে রোনালদোর ইউনাইটেডে থেকে যাওাতেই।

সর্বশেষ