৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি মোহাম্মদ এমরান-এর যৌথ কাব্যগ্রন্থ “মৃত্যুর মিছিল” এখন পাঠকের হাতে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী:

একক কাব্যগ্রন্থ “জীবন এক জলকণা’র” ব্যাপক পাঠকপ্রিয়তার পরে সমসাময়িক বিষয়ের উপর কবি মোহাম্মদ এমরান এর যৌথ কাব্যগ্রন্থ “মৃত্যুর মিছিল” এখন পাঠকের হাতে। দেশের বিশিষ্ট ১৬ জন কবির সাথে বরিশালের কবি মোহাম্মদ এমরানের জনপ্রিয় কিছু কবিতা সম্বলিত বইটি সম্পাদনায় ছিলেন সু-লেখিকা, সম্পাদক ও প্রকাশক “রোকসানা সুখী”।
বইটিতে দেশের সনামধন্য ১৭ জন কবির কবি পরিচিতিসহ মোট ১২৬ টি কবিতা রয়েছে।

যার মধ্যে বরিশালের কবি মোহাম্মদ এমরান এর ০৯ টি কবিতা হলো—
০১. অফিস;
০২. স্কুল;
০৩. রংছটা;
০৪. নেতাকথন-৩;
০৫. অামি মরে গেছি;
০৬. জলাঞ্জলি;
০৭. চোরার পো চোরা;
০৮. অামাদের শহরে;
এবং
০৯. তোরা চাল চোর।

স্বপ্নকথা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন “মামুনুর রশীদ”।
১৫২ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ৪০০.০০ টাকা।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)- এর বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তার চলমান থাকার দরুণ প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। করোনায় অাক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হওয়া সকলের স্মৃতির প্রতি বইটি উৎসর্গকৃত।

সর্বশেষ