৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল বাউফলে ভাইয়ের ছেলের হা*মলায় বিধ্বস্ত ভিক্ষুকের বসতঘর

আজ চ্যানেল নাইনে সুমন- শাকিলার ‘টক্কর’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

আজ রবিবার (৭ নভেম্বর ) রাত ৮ টায় চ্যানেল নাইনে প্রচার হবে একক নাটক ‘টক্কর’।নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল । পরিচালনা করেছেন তাজুল কামরুল। এ নাটকে মুল চরিত্রে অভিনয় করেছেন এ সালাম সুমন ও শাকিলা আক্তার।এতে আরো অভিনয় করেছেন – বৈদ্যনাথ,আকলিমা লিজা,অনামিকা মন্ডল,শামীম, ইব্রাহিম হোসেন প্রমুখ।

এ গল্পে দেখা যাবে – রাকিব ও দিশা দুজন দুজনকে ভালােবাসে। দিশার পরিবারে আছে দিশার বড় বােন, দুলাভাই (মিজান) ও বাবা। দিশার দুলাভাই মিজান বিদেশে থাকে। দুই মাসের ছুটি পেয়ে দেশে ফিরে দিশাদের বাড়িতেই থাকছে। ওদিকে রাকিবের পরিবারে আছে শুধু তার মা।

একদিন রাকিব ও দিশা বাগানে বসে প্রেম করছিলাে। রাকিবের সাইকেল পাশে রাখা, রাকিব দিশার কোলে মাথা রেখে শুয়ে আছে। ঠিক সেসময় দিশা তাঁর দুলাভাইকে সেই পথে আসতে দেখে সাইকেলটা লাথি দিয়ে ফেলে দেয় দিশা। রাকিবকে ধাক্কা দেয় আর নিজেও পড়ে গেছে ভাব ধরে। মােট কথা এমন এক পরিস্থিতির সৃষ্টি করে দিশা যাতে মনে হয় রাকিব সাইকেল চালিয়ে আসছিলাে আর দিশা হেঁটে যাচ্ছিলাে। দুজনের মধ্যে। সংঘর্ষ বেঁধেছে। এভাবে টক্কর নাটকের মজা মজার কাহিনী ঘটতে থাকে।

অভিনেতা সুমন বলেন, পরিচালক তাজু কামরুলের পরিচালনায় ‘টক্কর’ নাটকটি খুবই মজার এবং ইমোশনাল একটি কাজ।বর্তমানে সমাজের ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মান করা হয়ছে।আশাকরি দর্শকদের ভালো লাগবে।

পরিচালক তাজু কামরুল বলেন, সুমন ও শাকিলা জুটি বেঁধে কাজ করেছে। ভালো গল্প, ভালো অভিনয় করেছে সব মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে।দশর্করা দেখলে বুঝতে পারবে।

সর্বশেষ