৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে প্রকৃত জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা পৌরসভার ৪৯৬ জন জেলের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে মানবিক খাদ্য সহায়তা দ্বিতীয় কিস্তির বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মানবিক খাদ্য সহায়তার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আমানউল্লাহ তালুকদার, প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ প্রমুখ।

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণে বিরত থাকা পৌরসভার ৪৯৬ জন জেলেদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক খাদ্য সহায়তা হিসেবে বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ দিয়েছেন। ওই মানবিক খাদ্য সহায়তা কর্মসুচীর অর্šÍভুক্তদের মাঝে আজ ভিজিএফ’র দি¦তীয় কিস্তির চাল প্রকৃত জেলেদের মাঝে সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

সর্বশেষ