২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

আর কতো দূর্ঘটনা ঘটলে সংস্কার হবে কাজীরহাট ব্রিজের দু’প্রান্ত !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:

বরিশালের কাজীরহাট থানা প্রান কেন্দ্র বিন্দু স্থান ৫ টি ইউনিয়ন নিয়ে অন্তভূক্ত কাজীরহাট থানা বাজার নামে পরিচিত। কাজীরহাট বাজার সংলগ্ন খালের উপর ব্রিজ কিন্তু দু”প্রান্তে শুরু থেকেই র্দীঘ দিন যাবৎ ইট উপড়ে পড়ে ভেঙ্গে গেলেও নজরে পড়ছে না স্থাণীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের কাহারো। চলছে সমালেচনা ব্রিজের দু”প্রান্তে ঢালু এবং ভাঙ্গা প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সরজমিনে গেলে দেখা গেছে ব্রিজের ঢালু স্পেস কম এবং দু” প্রান্তেই কয়েক বছর যাবৎ এ ভাবে পড়ে আছে। ব্রিজ পাড় হলেই বাজার প্রায় ২শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অপর দিকে হাই স্কুল ও প্রাইমারী অবস্থিত। এছাড়া দৈনিক হাজারো লোকজনের পথচরন একমাএ মাধ্যম কাজীরহাট ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে সকল ধরনের ছোট বড় যানবাহনের মাধ্যম কাজীরহাট বাজার এলাকা। ব্যবসায়ী মহলেরা অভিযোগ তুলেন পার্শ্ববর্তী উপজেলা মুলাদী থেকে ভ্যান, অটোরিক্স্রা, নছিমন,করিমন সহ বিভিন্ন ধরনের যানবহনে ব্যবসায়ীরা মালামাল কাজীরহাট বাজারো ভাড়া করতে গেলে অধিকাংশ চালকেরা ভাড়া আসতে রাজী হচ্ছেনা ও বলে জানাগেছে। সূএ মতে জানাযায়, পাটা ব্রিজের পরির্বতে উন্নয়ন মূলক ব্রিজ করতে গিয়ে ব্রিজ হলেও দু”প্রান্তে শুরু থেকেই রয়ে গেল করুন অবস্থা। উন্নয়নের নামে সংস্বার করা অতিব জরুরী বলে রাজনৈতিক লোকজন ভাবছেনা তবে সমালেচনায় পড়ে আছে। স্থাণীয় লোকজনদের র্দীঘ দিনের দাবী উর্দ্ভতন কর্তৃপক্ষের নিকট অতিব জরুরী সংস্কার করা বলে মনে করেন। কাজীরহাট বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হিরার সাথে কথা হলে তিনি জানায়, আমি বনিক সমিতির সভাপতি নির্বাচিত হলে ব্রিজের দূ”প্রান্তে সংস্কার করে দিব চেয়ারম্যান মহোদয় সাথে আলোচনা করে। নির্বাচিত বাজর সভাপতির ১বছর অধিক মাস পার হলেও সংস্বারের কথা ভাবছেনা। লতা আ”লীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান খাজার সাথে যোগাযোগ করলে তিনি জানায়, একবার আমি নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছিলাম। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের সাথে আলাপ করলে তিনি জানায়, আমার নজরে আছে দেখি সরকারি বাজেট আসলেই সংস্কার করে দিব।

সর্বশেষ