৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা আ ন ম আ: হাকিম এর রাস্ট্রিয় মর্যাদায় দাফন সম্পূর্ণ।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসক আ,ন,ম, আব্দুল হাকিম (৭৫) ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩০ মার্চ রাত ৩ টা ৪০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি……..রাজিউন। মৃত্যু কালে ৪ ছেলে ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৩১ মার্চ শুক্রবার জুমার নামাজ বাদ ধামুরা হাই স্কুল মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।এবং বড়াকোঠা নিজ গ্রামের বাড়ির পাশে বড়াকোঠা মিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ টায় প্রশাসনের রাষ্ট্রীয় মর্যাদা, সালামি ও দ্বিতীয় জানাযা শেষে বড়াকোঠা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । রাষ্ট্রীয় মর্যাদা সালামি প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) শেখ আলাউল ইসলাম এবং উজিরপুর মডেল থানার এস আই রাকিবুল ইসলাম সহ সঙ্গীও ফোর্স । জানাযায় অংশগ্রহণ করেন বরিশাল – ১ ,২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড: তালুকদার মো: ইউনুস , বরিশাল জেলা মুক্তিযোদ্ধা বীর প্রতীক মোহাম্মদ মহিউদ্দিন মানিক, উজিরপুর উপজেলা সাবেক কমান্ডার ও সাবেক এমপি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল রইজ সেরনিয়াবাদ,উজিরপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, আকরাম হোসেন,বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম মৃধা, সাবেক চেয়ারম্যান মো: ফিরোজ হোসেন, সহ মুক্তিযোদ্ধা, সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । তিনি ধামুরা বন্দরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে মানুষের সেবায় পল্লী চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বিভিন্ন সমাজ সেবা মুলক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন । উজিরপুর সাহিত্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ছিলেন । লিখেছেন মুক্তযুদ্ধের বহু ইতিহাস । তার জানাজার নামাজে জনতার ঢল নামে।উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বন্দর ব্যবসাহীরা তার মৃত্যুতে দোকানে কালো পতাকা উত্তোলন ও সকাল থেকে আসরের নামাজ পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

সর্বশেষ