৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্ত র‍্যাব ৪-এর অধিনায়ক “করোনা যোদ্ধা” মোজাম্মেল হক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আহমেদ সাব্বির রোমিওঃ যে যে মানুষটি দিনরাত ছুটে বেরিয়েছেন সাধারণ মানুষকে ঘরমুখী করার জন্য। সাধ্য অনুযায়ী করোনার এই ক্লান্তিকালে অসহায় মানুষদের পাশে নিজ উদ্যোগে পৌঁছে দিয়েছেন উপহার সামগ্রী। আজ তিনি নিজেই করণায় আক্রান্ত হয়ে নিজ গৃহে অবস্থান করছেন। সময়ের এই সাহসী “করোনা যোদ্ধা ” মনোবল হারাননি একরত্তিও। বরঞ্চ করানোর আক্রান্ত রোগীদের মনোবল ও সাহস জুগিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪- এর অধিনায়ক মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে তার করোনা পজিটিভ আসে।
শুক্রবার দুপুরে র‍্যাব ৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাজেদুল হক বলেন, “গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অধিনায়ক স্যার করোনার পরীক্ষার নমুনা দেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল করোনা পজিটিভ”।
তবে উনার শরীরে করোনার উপসর্গ নেই বলে জানান তিনি।
সাজেদুল হক আরো বলেন, “স্যার এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি হোম আইসোলেশনে আছেন। তার পরিবারের কারো এখনও করোনা পরীক্ষা করানো হয়নি। তবে পরিবারের সবার পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে”।

র‍্যাব অধিনায়ক মোজাম্মেল হক এর আগে র‍্যাব ১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে র‍্যাব ৪-এ যোগদান করেন। তার আগে তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

অধিনায়ক মোজাম্মেল হক স্যারের ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

সর্বশেষ