৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান, কলাপাড়া প্রতিনিধি ঃ সাগরে মাছ ধরা সরকারের দেয়া নিষেধাজ্ঞার ৬৫ দিনের অবরোধ এর চাল বিতরণ করা হয়েছে। ১২ জুন রবিবার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৩৮৮ কার্ড ধারী জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রত্যেক কার্ড ধারী জেলেদের মাঝে ৫৬ কেজি হারে এ চাল বিতরণ করেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া। চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, হেমায়েত উদ্দিন উকিল সিকদার, মহিব্বুল্লাহ্, জহিরুল ইসলাম প্রমূখ। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া বলেন, আমার ইউনিয়ন বড়, তাই আমার ইউনিয়নে জেলেও বেশি। নিবন্ধিত জেলে রয়েছে ১৫৭৪ জন। চাল বরাদ্দ হয়েছে ১৩৮৮ জনের। আমি চাল বিতরনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে সঠিক ভাবে বিতরণ করি যাহাতে করে কোন প্রকার অনিয়ম না হয়। আর এ চাল পেয়ে জেলে পরিবারের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠেছে। সরকারের এমন বরাদ্দ কৃত চাল পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন জেলে পরিবার।

সর্বশেষ