৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাথা পুড়িয়ে বসন্তকে বরণ করে নিল ইবি’র চারুকলা বিভাগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জুবাইয়া বিন্তে কবির:- বছরঘুরে এসেছে বসন্ত। প্রকৃতিতে তাই লেগেছে রংয়ের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। সব কিছুই জানান দিচ্ছে বসন্ত আমাদের দরজায় কড়া নেড়েছে। এই বসন্তকে বরণ করতে ভিন্নধর্মী আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ।চারুর তিন আসে, ফাগুন হাসে এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে তারা নবীণ ও বসন্ত বরণ করেন। বিকাল সাড়ে ৩টায় শীতকে বিদায় ও বসন্তকে আমন্ত্রণ জানিয়ে কাথা পোড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধনী কোরাস গান পরিবেশন করেন। উদ্ভোধনী গান শেষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া.চারুকলা বিভাগের সাবেক সভাপতি ও আই আই ই আরের পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ড. সাধারণ সম্পাদক তপন জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বসন্তে সবাই এত সুন্দর আয়োজন করেছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি।পরে নাচ, গান, কবিতাসহ নানা আয়োজনে মেতে উঠেন চারুকলা বিভাগের শিক্ষার্থীসহ দর্শনার্থীরা।অনুষ্ঠানে বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এছাড়াও সকলের জন্য মুড়ি, খই, বাতাসাসহ নানা ধরণের মিষ্টান্নের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ