৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন আজ (৬ মে) দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল

কুয়াকাটা পৌর নির্বাচনকে ঘিড়ে দুই প্রার্থীর সংঘর্ষে আহত ২৪

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :: সাগর কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় নৌকা ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছে। কুয়াকাটা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার তার সমর্থকদের নিয়ে যাচ্ছিল। এসময় নৌকা মার্কার সমর্থকরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িতে পরে। এতে জগ মার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থক আ: হক হাং, মো. ফিরোজ, মো. সেলিম, আ: বারেক, রাসেল, আ: রব মাঝি, হোসেন গাজী, আলী হায়দার, ছগির মোল্লা, আলাউদ্দিন আহত হয়। এছাড়া আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর নৌকা মার্কা সমর্থক রাকিবুল, রাকিব, হাসিব, ইউসুব, রাসেল, মিজানুর, আবু ছালেহ, শাহ্জালাল ও দুলাল গুরুতর আহত হয়। এদেরকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জগ মার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদর ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা মেয়র প্রার্থী আ:বারেক মোল্লা একে অপরের উপর দোষ চাপিয়েছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

সর্বশেষ