৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল বাউফলে ভাইয়ের ছেলের হা*মলায় বিধ্বস্ত ভিক্ষুকের বসতঘর

আবারও পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর গলাচিপায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১২ বছর বয়সী আরো এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে ওই শিশুর বাবা মামলা করেছেন। এর আগে রোববার রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রেজাউল সর্দার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার দেয়া তথ্যমতে, ক্ষেতের পার্শবর্তী খালে কচুরিপানার ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে স্বপ্না কলই শাক তুলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্বপ্নাকে না পেয়ে পুলিশকে জানানো হয়। এদিকে ঘটনার পর থেকে রেজাউল আত্মগোপনে চলে যায়। এতে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হলে অভিযুক্ত রেজাউলের স্ত্রী, বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববতী ইউনিয়ন চরবিশ্বাসের চরআগস্তী এলাকা থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে রেজাউল স্বপ্নাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে কলই ক্ষেতের পার্শ্বে খালে কচুরিপনার ভেতর ডুবিয়ে রাখে বলে স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী জনতার উপস্থিততে কচুরিপনা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া আসামির জবানবন্দি প্রদানের জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা গ্রামে ধর্ষণের পর ১১ বছরের শিশু লামিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফেলে দেয়া হয় বুড়াগৌড়াঙ্গ নদীতে। পরের দিন সকালে ওড়না ও বাজার থেকে কেনা জিনিসপত্র ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিভিন্ন আলামত এবং আল-আমিনের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।

এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে ৮ জানুয়ারি রাঙ্গাবালী থানায় ওই শিশুর বাবা মামলা করেন। পরে ১৩ জানুয়ারি দুপুরে সোনারচর-সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ