৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকীর নতুন বাজারে শাহজাহান শিকদারের নির্বাচনী অফিস উদ্বোধন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন আজ (৬ মে) দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

গলাচিপায় হাজী আ. ওহাব খলিফা স্মৃতি সংসদ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ২৩ জুন ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় “হাজী আ. ওহাব খলিফা স্মৃতি সংসদ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাইস্কুল খেলার মাঠে বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কলেজপাড়া একাদশ ও শান্তিবাগ সজীব স্মৃতি একাদশ এই দুইটি দল অংশগ্রহণ করে। মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সভাপতিত্ব করেন পৌর মেয়র আহসানুল হক তুহিন। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, প্যানেল মেয়র সুশীল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শান্তিবাগ সজীব স্মৃতি একাদশ কলেজপাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি এসএম শাহজাদা সাজু (এমপি) বলেন, খেলাধুলা ছেলেদের মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমেই যুবসমাজ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডে যাতে তরুণ প্রজন্ম নিজেদের জড়িয়ে না ফেলে, সে লক্ষেই ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার উদ্যোগ গ্রহণ করা হয়।

সর্বশেষ