৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

জাপার রুহুল আমিনের পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি, আ.লীগে ক্ষোভ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে লেখা হয়েছে, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত’ প্রার্থী। এ নিয়ে পটুয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জোটের প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।

জেলা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম কামাল হোসেন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘লাঙ্গল প্রতীকে প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে না। মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।’

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আফজাল হোসেন। রুহুল আমিন হাওলাদারের মোবাইল ফোনে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ