৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে ৫০ কেজি মা ইলিশ জব্দ,১৪ জেলের কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরগুনার তালতলীতে ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেন এ কারাদণ্ড দেন। গতকাল ভোররাতে পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করেন কোস্টগার্ড এবং নৌপুলিশের টহল টিম। এ সময় জেলেদের কাজ থেকে তিনটি ট্রলার ও ৫০ কেজি মা ইলিশসহ বিপুল পরিমাণ ইলিশ শিকারের জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। আর ট্রলারসহ জাল বাজেয়াপ্ত করা হয়।

দণ্ডিত জেলেরা হলেন- মিজানুর (৪০), মো. আলম(৪০), আবু ছলে (৩৫), মো. ফারুক গাজী (৫০), মো. শাকিব (২২), মো. দুলাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. হায়দার (৩৫), মো. ইছাহাক মিয়া (৫০), মো. হালিম (৩৫), মো. ছগির (৪০), মো. সালাম (৩৪), মো. হারুন (২৩) ও মো. আবু হানিফ(৪৫)।

সর্বশেষ