৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দশমিনায় বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি !  চরম দুর্ভোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের পেছনে সবুজবাগ ঘনবসতি এলাকায় আসা-যাওয়ার একমাত্র রাস্তায় বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এ রাস্তার ১ থেকে আধা কিলোমিটারের মধ্যে সামান্য বৃষ্টিতেই জমে যায় হাটু সমান পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীসহ এলাকাবাসীদের। গত কয়েকদিনের বৃষ্টিতে ওই সড়কের কোথাও হাটু পানি কোথাও তার চেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। তবে স্থানীয়দের দাবী রাস্তাটি দ্রুত নির্মান ও পানি নিস্কাশনের ব্যবস্থা করার।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের পেছনে ঘনবসতি এলাকার যাতায়াতের রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে থাকে। এতে ওই এলাকার কয়েক হাজার মানুষকে পানিবন্দি থাকতে হয়। রাস্তায় পানি থাকায় প্রয়োজনীয় কোন কাজে প্রায় দেড় কিলোমিটার পথঘুরে উপজেলা সদরে যেতে আসতে হয়। এছাড়া গত বছর সড়কটির নির্মানের জন্য মাটি খুঁড়ে রাখা হলেও অদশ্য কারনে নির্মান কাজ বন্ধ রয়েছে।
সবুজবাগ এলাকার বাসিন্দা মো. সুমন ও উপজেলা পরিষদ চত্তরের সামনের দোকানী মনির গাজী বলেন, সবুজবাগ ঘনবসতি আবাসিক এলাকার পানি নিস্কাশনের কোন পথ না থাকায় একটু বৃষ্টিতে হাটু সমান পানি জমে থাকে। তারপরে সড়ক নিমৃানে মাটি উঠিয়ে রাখায় বিভিন্ন জায়গায় পানি জমে আছে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে নির্মান কাজ শুরু করতে।

সর্বশেষ