৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

দ্বীপ জেলাকে নিয়ে কবিতা “ভোলা”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“ভোলা”

-মুসা

মেঘনার কোলে সবুজ শ্যামলে মনে দিয়ে যায় দোলা,

ফুল পাখি ফলে ভাটায় জোয়ারে এই আমাদের ভোলা।

চাঁদের ভূষণে এক মুঠো ঝরে আবাসন শশীভূষণ,

উপজেলা সেই চিরচেনা মুখ আমাদের চর ফ্যাশন।

চারিদিকে নদী সোনা ফলে চাষে নদী জুড়ে জল ঘোলা,

নানা বিনোদন করায় গ্রহণ এই আমাদের ভোলা।

চোখের খাদ্য মিটে যায় চোখে মনের খাদ্য মিটে,

দিঘি কাটা বাড়ি সাজিয়ে রয়েছে তার বসতির ভিটে।

জ্যাকব মিনারে খামার বাড়িতে কুকরি মুকরি চরে,

বহুদূর থেকে আসছে দেখতে যেই পথ ধরে ধরে।

নদী পথ দিয়ে করি যাতায়াত ঢাকা বরিশাল গেলে,

লঞ্চ ফেরি চড়ে বহুক্ষণ ধরে বসে থাকি হয় বলে।

দূরে বসে যারা দেয় অপবাদ ঝড় তুফানের মাটি,

মিছে ভাই মিছে শান্ত মেজাজে পরিবেশ বড় খাঁটি

কেউ বলে শুনি ভোলার পালছে মহিষ বাতান তারা,

কেউ বলে ভাই স্যাঁতসেঁতে মাটি বন্যার দিশেহারা।

সোনালী ইলিশে মন ভরে দেয় তবু কেন জল ঘোলা,

মুক্তিযুদ্ধে বীর কামালের বাড়ি আমাদের ভোলা

তৌসিফ সেই অভিনেতা জানি আমরা সকলে চিনি,

ছোট পর্দায় মাতিয়ে রাখেন ভোলা জেলারই যিনি।

আরো কত আছে জ্ঞানী আর গুণী জন্মেছে এই জেলা,

দূর বসে কেন দাও অপবাদ দেখে যাও ফুল মেলা।

বসন্ত আসে ঠিকঠাক মত হেমন্ত আসে মাঠে,

তাজা তাজা যেন ইলিশ দেখতে যেতে হবে ভাই ঘাটে।

প্রকৃতির চেনা খাঁটি রস নিতে করেছি নিমন্ত্রণ,

হতে পারে দেখা তোমার আমার ডাক যদি করো গ্রহণ।

মহিষের দধি কাচা চালে ভাত খাওয়াব নানা পিঠা,

সর্বশেষ