৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নলছিটিতে মহিলা ইউপি সদস্যের স্বামীকে মারধরের অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
নিজস্ব প্রতিবেদক :  ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতা জের ধরে রানাপাশা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামী মোতালেব ফরাজীকে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মোতালেব ফরাজী ওই এলাকার মৃত শামসের আলী ফরাজির ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
আহত সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোতালেব ফরাজীর স্ত্রী ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য হিসেবে সূর্যমুখী মার্কা নিয়ে বিজয়ী হয় । আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিল লতিফ খাঁ ‘র স্ত্রী মনুজা বেগম । তিনি মাইক মার্কা প্রতীক নিয়ে হেরে যায় । ওই এলাকার হাবিব মোল্লা  মাইক মার্কার সাপোর্টার ছিল। নির্বাচনের পর থেকেই উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘরের হোল্ডিং এর ট্যাক্স হাবিব মোল্লার নামে না হয়ে তার ছেলে পারভেজ মোল্লার নামে হওয়ায় মহিলা মেম্বারকে দোষারোপ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ।
এ সময় তার প্রতিবাদ করলে হাবিব মোল্লা , লতিফ খাঁ  সহ অজ্ঞাত ২/৩ জন এ হামলা করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে । বর্তমানে তিনি এ হাসপাতালের অর্থপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে । এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।

সর্বশেষ