৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল বাউফলে ভাইয়ের ছেলের হা*মলায় বিধ্বস্ত ভিক্ষুকের বসতঘর

পটুয়াখালীতে নতুন করে আক্রান্ত ২৫, মৃত্যু ১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলায় নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৯১। ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার সকালে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত এক নারী মারা গেছেন। ওই নারী পেশায় শিক্ষিকা ছিলেন। তাঁর বয়স ৬০ বছর। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৮ জন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী জেলায় নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, বাউফলে ৪ জন, কলাপাড়ায় একজন ও দুমকিতে একজন। পটুয়াখালী জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৯১। কোভিড-১৯–এ আক্রান্ত ৭৩ জন সুস্থ হওয়ার পর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। ২৫৯ জন বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) আছেন।

পটুয়াখালীতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে ৭ জন, দুমকিতে ২ জন, কলাপাড়ায় ২ জন, সদর উপজেলায় ২ জন, গলাচিপায় ৩ জন এবং মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে রয়েছেন।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গতকাল সোমবার পর্যন্ত জেলায় ৪ হাজার ২৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৩১৬ জনের পরীক্ষার প্রতিবেদনে এসেছে। প্রতিবেদনে ৩৯১ জনের পজিটিভ এসেছে।

সর্বশেষ