৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

‘পটুয়াখালী ও বরগুনা জেলার প্রাচীন নিদর্শন’ গ্রন্থের লেখককে সংবর্ধনা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী ও বরগুনা জেলার প্রাচীন নিদর্শন’ গ্রন্থের লেখক আরিফ হোসেনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। ৩১ মার্চ বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর ‘প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্ট’র আয়োজনের পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে তাকে এ সংবর্ধনার দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী। সংগঠনের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থটির ওপর আলোচনা-সমালোচনামূলক বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার আমিনুল ইসলাম টিটু, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি মোতালেব মোল্লা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাস চন্দ, পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক গাজী হানিফ প্রমুখ। প্রকাশিত গ্রন্থটিতে পটুয়াখালী ও বরগুনা জেলার প্রাচীন নির্দশনসমুহ, এসবের সংক্ষিপ্ত ইতিহাস ও আনুসঙ্গিক প্রসঙ্গ স্থান পেয়েছে। লেখক আরিফ হোসেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের জন্মগ্রহণ করেন এবং এ পর্যন্ত তার ‘পুরকীর্তির বরিশাল’ নামের একটি গবেষণা প্রবন্ধ ও ‘অনাবৃষ্টির অতৃপ্তি’ নামের একটি কাব্য ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

সর্বশেষ