২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

পুত্রের কথার আঘাতে পিতার মৃত্যূ !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মুহাম্মাদ আবু মুসা:
ঘর নির্মাণকে (টিনের ঘর তোলা) কেন্দ্র করে পিতা পুত্রের বাক-বিতন্ডায় পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক সোয়া ১১টায় বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন। জানা গেছে, ওই দিন বসতবাড়িতে ঘর নির্মাণকে (টিনের ঘর তোলা) কেন্দ্র করে পিতা তারাজুল ইসলামের (৫৭) সাথে পুত্র টুকু মিয়া (৩৩) ও স্বামী পরিত্যাক্তা বোন অর্থাৎ টুকু’র ফুফু তারাবানু (৫৮) মধ্যে বাক-বিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে তারাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে আশ পাশের লোকজন এসে ওই বাড়িতে ভীড় জমায়। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান পিতা-পুত্রের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়না তদন্তের রিপোর্ট আসলেই যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও রামেশ^রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন মিঠু’র সাথে কথা বললে তিনি জানান, ঘর নির্মাণকে (টিনের ঘর তোলা) কেন্দ্র করে পিতা পুত্রের বাক-বিতন্ডা ও ধাক্কা ধাক্কির এক পর্যায়ে ঘটনাস্থলেই পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

সর্বশেষ