২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরগুনায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে স্বর্ণলঙ্কা ও টাকা লুটপাট

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: বরগুনার গর্জবুনিয়া গ্রামে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গত রবিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় বরগুনা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখাদিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। আহতরা হলেন ১০ নং নলটোনা ইউনিয়নের গর্জবুনিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী মায়া বেগম ৩৫ ও তার মেয়ে তানিয়া ২৫। আহত সূত্রে জানা গেছে দুবাই প্রবাসী আবু তাহের দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকার সুবাদে তার স্ত্রীর নামে টাকাপয়সা পাঠায়। আর ওই টাকার দিকে লোভ পরে আবু তাহেরের ভাই পনু আকন ও ভাইয়ের ছেলে আলামিন আকনের। প্রায় সময় চাচির কাছে টাকার ভাগ দাবি করে। এনিয়ে আলামিন চাচিকে খুন-জখম ধর্ষণ সহ একাধিক হুমকি-ধামকি দেয়।আহত সূত্র আরও জানায় বকাটে আলামিন চাচিকে বিভিন্ন নাম্বার দিয়ে উত্তপ্ত ও ইজ্জতহানি সহ সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী মায়া বেগম কোনো ভূমিকা না নিলে এতে আরো ক্ষিপ্ত হয় পনু আকন ও তার ছেলে আলামিন। গত রবিবার রাত দশটায় পনু আকন ও তার ছেলে আল আমিনের নেতৃত্বে হঠাৎ করে মায়া বেগমের ঘরে হামলা চালানো হয়। এসময় পনু আকন, আলামিন আকন, ফুল খার ছেলে আলো, আল আমিনের স্ত্রী রুবি বেগম,মোস্তাফার স্ত্রী রাজিয়া বেগম, ও ইউনুছের স্তী বিলকিস সহ আরো ৮/১০ জন মায়া বেগমের ঘরে জোরপূর্বক প্রবেশ করে মায়া বেগম ও তার মেয়ে তানিয়া কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ঘরে থাকা বিদেশ থেকে পাঠানো ২ লক্ষ ৬০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলো পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর আহতদের হাসপাতালে আনার চেষ্টা করলেও তাতে বাধা দেয় পনু আকন ও তার ছেলে আলামিন আকন। বর্তমানে আহতরা শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্র আরো জানায় ঘটনার পর থেকে প্রতিপক্ষরা মামলা না দেওয়ার জন্য প্রান নাশের সহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। এ বিষয়ে আহতর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ