৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকীর নতুন বাজারে শাহজাহান শিকদারের নির্বাচনী অফিস উদ্বোধন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর শুভ জন্মদিন আজ (৬ মে) দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

বরগুনায় সুদের টাকা না দিতে পেরে যুবকের আত্মহত্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি :: বরগুনা সদর উপজেলাধীন ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা পলাশ (৩৭) নামের এক যুবক সুদে আনা টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করেছেন। শুক্রবার বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বাড়ির সামনে একটি গাছের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন পলাশ।

শনিবার সকালে তার মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বরগুনা থানায় খবর দিলে দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পলাশ নলী বাজারে কাপড়ের ব্যবসা করে বলে জানা গেছে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সাথে ওই চিরকুটও পেয়েছেন।

পলাশের মা বলেন, শহরের ডাক্তার সৌরভের কাছ থেকে পলাশ ৩ বছর আগে ৭ লাখ টাকা সুদে আনেন। এখন পর্যন্ত ডাক্তার সৌরভকে ১১ লাখ টাকা দেয়া হয়েছে। এখনো নাকি ৭ লাখ টাকা পাবে ওই টাকা না দেয়ায় তিনি প্রতিদিন চাপ দিতেন। এ কারণে আমার ছেলে একটি চিঠি লিখে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, স্থানীয় সূত্রে ঘটনা জানতে পেরে আমরা পলাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চিরকুটটিতে পলাশ কী লিখেছেন, জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্ত স্বার্থে বিষয়টি গোপন রাখতে বাধ্য হচ্ছি।

সর্বশেষ