৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে নেতার প্রার্থীর পক্ষে কাজ না করায় আ.লীগের ১০জন বহিষ্কার গৌরনদীতে ১০৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ চাঁদপুরায় গণকের কথায় খলিলের মাংসের দোকানে তালা দিয়েছে মেম্বার ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ এশিয়ার অন্যতম বৃহৎ বৃদ্ধাশ্রম "হেনরীর ভুবন" এর উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা, দীপু মনি এমপি ঝালকাঠিতে র‌্যাবে হাতে সুজন হত্যা মামলার আসামি বাবা-ভাই গ্রেপ্তার গৌরনদীতে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা দিলুসহ রক্তাক্ত জখম-৫ কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১

বরিশালে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: করোনা সংক্রমণের প্রকোপ কমাতে বরিশালে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহীকতায় নগরীতে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাসে প্রকোপে ফের বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। আজ মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর সাড়ে ৮ মাসের মধ্যে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। নতুন করে ৩ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ফের মাঠে নেমেছে প্রশাসন। এদিকে বেলা ১১টা থেকে নগরীর পোর্ট রোড ও নতুন বাজারসহ কয়েকটি স্থানে অভিযান চালায়। এসময় অনেকের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, সরকার নির্দেশিত সচেতনতামূলক কার্যক্রমের স্বার্থে যাদের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনীহা এমন লোকদের জরিমানা করা হচ্ছে। এমন অভিযানের মধ্য দিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সচেতন হবেন বলে তারা আশা করছেন।

এদিকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা দেয়া ব্যক্তিরা বলেন, তারা ভুল করে মাস্ক পড়েননি। এরপর থেকে নিয়মিত মাস্ক ব্যবহার করবেন।

 

‘নো মাস্ক নো সার্ভিসে’ জনগণকে উদ্বুদ্ধ করতে সোমবার সকালে বরিশাল নগরীতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করা হয়।একইসঙ্গে জনগণের মাঝে মাস্ক বিতরণ এবং তাদের সংক্রমণ রোধের বিষয়ে সতর্ক করা হয়।

সর্বশেষ