৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল নগরীতে বিধবার উপর বর্বর হামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক—

বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় জমি দখল করতে বিধবা পপি আনোয়ারকে হত্যার চেষ্টায় পিটিয়ে জখম করেছে ভূমিদস্যুরা।
গত মঙ্গলবার রাত দশটায় শ্রীনাথ চ্যাটার্জী লেন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পপি ওই এলাকার মৃত সৈয়দ মোস্তফা আনোয়ার এর স্ত্রী। বর্তমানে পপি গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত পপি জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ি নিয়ে পপি আনোয়ার পরিবারের সাথে প্রতিবেশী ফরহাদ হোসেন খান পরিবারের বিরোধ চলে আসছে। পপি আনোয়ারের শশুর সৈয়দ আব্দুর রব কাজী দীর্ঘ চার যুগ পূর্বে সরকারি জমি লিজ নেয় । সেই থেকে ওই জমিতে তারা ভোগ দখল করে আসছে। শশুর এবং স্বামী মারা যাওয়ার পর পপি তার ছেলেমেয়েদের নিয়ে ওই জমিতে বসবাস করে আসছেন।

গত তিন বছর ধরে প্রতি বেশি মৃত সেকান্দার আলী খানের ছেলে ফরহাদ হোসেন খান ও তাদের পরিবারের সহযোগীরা পপি আনোয়ার এর জমি জবর দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠছে।

জমি দখল করতে প্রায় সময় পপি আনোয়ার ও তার পরিবারের লোকদেরকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয় ফরহাদ হোসেনসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা।
বিষয়টি নিয়ে বিধবা পপি আনোয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনকে জানালেও ফরহাদ হোসেন আরো ক্ষিপ্ত হয়ে যায়।
ফরহাদ হোসেন বিধবার পাশের জমিতে বসবাস করছেন। বিধবার সু্যোগে জোরপূর্বক ওই জমি জবরদখলের চেষ্টা বিধবার সীমানা ভেঙ্গে ওই জমিতে প্রবেশ করার চেষ্টা করে ফরহাদ হোসেন সহ তাদের সহযোগীরা।
ঘটনার দিন গত মঙ্গলবার ফরহাদ হোসেনসহ তাদের সহযোগীরা বিধবার জমির ভিতরে ঢুকে পাকা স্থাপনা করে। বিধবা পপি আনোয়ার বাধা দিলে ফরহাদ হোসেনের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায় ফরহাদ হোসেন ও তার স্ত্রী সাজেদা বেগম এবং শ্যালক বাহারুল শরীফসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় পপি আনোয়ারের উপর হামলা চালায়।
পপির ডাক-চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে তিনি শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

সর্বশেষ