২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না বরগুনায় বাড়ছে ডায়রিয়া রোগী, জায়গা নেই হাসপাতালের মেঝেতেও

বাংলাদেশে করোনা পরীক্ষার হালচাল দেখে চরম হতাশ ‘চীনা প্রতিনিধি দল’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। করোনা শনাক্তে পরীক্ষা কম হচ্ছে বলেও তারা মনে করেন । তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন।

রোববার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন। বিশেষজ্ঞ দলের পক্ষে কথা বলেন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং।

তিনি বলেন, করোনাভাইরাসের মতো মারাত্মক সংক্রামক রোগের ব্যাপারেও এ দেশের জনগনের সচেনতন নয়। জনবহুল দেশ হলেও এখানে করোনা পরীক্ষার পরিমাণ খুবই কম। সার্বিকভাবে পরিস্থিতি দেখে বিশেষজ্ঞ দল হতাশ। দেশে রোগীর তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী খুবই কম। তবে স্বল্পসংখ্যক এ জনবল অসাধারণ কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তারা।
করোনা পরিস্থিতি কতদিন স্থায়ী হবে এই প্রশ্নের উত্তরে ইয়ান হুয়ালং বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো চূড়ান্ত পর্যায় বা পিক টাইমে পৌঁছেনি, কবে পৌঁছাবে তা বলাও কঠিন। পরিস্থিতি মোকাবিলায় অবশ্যই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করতে হবে। এই পরিস্থিতি আরও ২ থেকে ৩ বছর চলবে কি-না সেটা বলার মতো বৈজ্ঞানিক তথ্য বিশেষজ্ঞদের জানা নেই বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, গত দুই সপ্তাহ ধরে তারা ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছেন। তারা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। করোনা শনাক্তে পরীক্ষা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। তবে করোনা শনাক্তে র‌্যাপিড ডট কিটের মাধ্যমে পরীক্ষা সমর্থন করেন না চীনা বিশেষজ্ঞরা।

এর আগে গত ৮ জুন করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার জন্য ডা. লি ওয়েনশিউর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় আসে। চীনা প্রতিনিধি দলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি প্রতিরোধে কাজ করা বিশেষজ্ঞরা রয়েছেন।

সফর শেষে আগামীকাল (২২ জুন) দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি। তবে যাওয়ার আগে দুই সপ্তাহের অভিজ্ঞতা এবং এ সংক্রান্ত পরামর্শ রিপোর্ট আকারে স্বাস্থ্য অধিদপ্তরে দেবেন তারা। এদিকে বিশেষজ্ঞরা চলে গেলেও করোনা মোকাবেলায় বাংলাদেশের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীনা স্বাস্থ্য বিভাগ।

সর্বশেষ