৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে জমির বিরোধে চাচা-ভাতিজা খুন, মা-মেয়ে গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মিশু সিকদার, স্টাফ রিপোর্টার ::: পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় সেলিম মুন্সি (৪৫) ও একই বাড়ির আলা উদ্দিন মুন্সি (৫৩) নামের ২ জন ব্যাক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদ্বয় সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলাউদ্দিন মুন্সির আপন ভাতিজা সেলিম মুন্সি। আলাউদ্দিন পরিবারের সঙ্গে সেলিম পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ঘটনার সময় সেলিম বাড়ি ফিরছিল। নিজ বাড়ির দড়জায় এলে আগে থেকে ওৎ পেতে থাকা আলাউদ্দিন মুন্সি তাঁর দুই ছেলে শাকিল(২৪) ও রাকিবকে (১৮) নিয়ে সেলিমের ওপর হামলা চালায়। এ সময় প্রাণ বাঁচাতে সেলিম দৌড়ে পাশের সামসু মুন্সির ঘরে ওঠে আশ্রয় নেন। ওই ঘরে ঢুকে তারা সেলিমকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে সেলিমের লোকজন আলাউদ্দিনের ওপর হামলা করে। এর কিছুক্ষণ পর আলাউদ্দিন অসুস্থ হয়ে পরে। পরে ১ ঘন্টার ব্যাবধানে তিনিও মারা যান। বাড়ির লোকের দাবি, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

এ ঘটনায় উভয় পক্ষ দুটি হত্যা মামলা দায়ের করার পর আলাউদ্দিন মুন্সির স্ত্রী ফুলভানু (৫৫) ও মেয়ে মার্জিনাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গাইন বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। দুপক্ষ পৃথক দুটি হত্যা মামলা করেছে। পুলিশ এজাহারভূক্ত একপক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে। উভয় মামলায় সব আসামী গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।’

সর্বশেষ