৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল বাউফলে ভাইয়ের ছেলের হা*মলায় বিধ্বস্ত ভিক্ষুকের বসতঘর

বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে কামরুল আহসান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক:
জমে উঠেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কামরুল আহসান চৌধুরী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন নৌকার প্রার্থী হতে নিজ নিজ আঙিকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের প্রবীণ কয়েকজন নেতা বলেন- ক্লিনম্যান হিসেবে দলমত নির্বিশেষে টবগী ইউনিয়নবাসীর কাছে বর্তমান চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরীর ব্যাপক পরিচিতি রয়েছে। কামরুল আহসান চৌধুরী ছাত্রজীবনেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আ.লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়ন, সমাজসেবা, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকা-ে দীর্ঘদিন ধরে তিনি জড়িয়ে আছেন নবীন প্রবীণসহ সকল শ্রেণি পেশার মানুষের হৃদয়ে।

টবগী ইউনিয়ন বাসীর অভিমত, এসব বিবেচনায় আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যানই হতে পারেন টবগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে তার বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা বেশি বলে দলের নেতা-কর্মীরা মনে করেন। তিনি আগামী ইউনিয়ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।

অপর মনোননয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বলেন, ‘এর আগে নির্বাচনে আমি প্রার্থী হয়েছি, যেহেতু আগে আমি পাইনি তাই এবার দলের কাছে আশা করছি, দল আমাকে মনোনয়ন দিবে।

কামরুল আহসান চৌধুরী বলেন, আমার প্রাণপ্রিয় নেতা ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক ও সাবেক সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী জাতীয় নেতা বর্তমান ভোলা-১ মাননীয় সংসদ সদস্য জননেতা তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জননেতা আলী আজম মুকুল এমপি মহোদয়ের হাতকে আরো শক্তিশালী করার জন্য টবগী ইউনিয়ন বাসীর উন্নয়নে দীর্ঘদিন যেভাবে ছিলাম এবং আগামীতেও সর্বদা সচেষ্ট থাকবো এবং শিক্ষা বিস্তার, মাদকমুক্ত, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকা- গ্রহণের মাধ্যমে টবগী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

সর্বশেষ