৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম উপজেলা নির্বাচন ডিউটিতে মনোনীত বিএমপির অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড ঝালকাঠিতে আন্ত:জেলা চোর চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার ভান্ডারিয়ায় মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙে দিল সন্ত্রাসীরা।। আ’লীগ বনাম আ’লীগ ! আগ্রহ নেই ভোটারদের উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত ‘মুক্ত কন্ঠ, প্রতিবাদী কথা’ বলতে দেশে এখন আর কিছু নেই। নির্বাচন সুষ্ঠুর লক্ষ্যে ১৪ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শন নিষেধ সারা দেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য আটক

ভাষানচর কৃষকলীগ সভাপতি ও তার পরিবারের উপর হামলা ! আহত-৫

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:

বরিশালের কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ২ নং ওয়ার্ডের কলাতলা গ্রামের মোঃ পলাশ হাং (৩১) ও তার স্বপরিবারের উপর হামলরা শিকার হয়েছে মহিলা সহ ৫ জন গুরুত্বর আহতর খবর পাওয়া গেছে। সূএে জানাগেছে, ২৮ জুলাই সকাল ১১ ঘটিকায় গুদিঘাট সরকারি পুকুর পাড় ঘটনা ঘটে। আহত সূএে জানায়, বিবাহ দাওয়াত অনুষ্টানে যাওয়ার পথি মধ্যে ৬ নং ওয়ার্ডের কাদামাখা গ্রামের বি এন পি ওর্য়াড সভাপতি নান্নু প্যাদা (৪৫) ”র নেতৃত্বে নাহিদ প্যাদা (২২) নাবিল প্যাদা (২০) শাহআলম প্যাদা, মিজান প্যাদা সহ ৫/৬ জন পূর্ব পরিকল্পিত ভাবে দাড়িয়ে থাকে। তাদের হাতে ৪ টি আতুর, রাম দা ও লোহার রড় দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও শরিলে কামড়িয়ে গুরুত্বর জখম করে। নগদ টাকা ও র্স্বন অলংকার নিয়ে গেছে যাবার সময় হুমকি দেয় মামলা করলে রাতে বসত ঘর পুড়িয়ে দিবে। হামলায় আহ৩ হয় কৃষকলীগের সভাপতি মোঃ পলাশ হাং, স্ত্রী মনিকা বেগম (২৪), বড় ভাই আমির হোসেন (৩৫), স্ত্রী নুসরাত বেগম(২৬), মা নুরজাহান বেগম (৫৮)। আহত মধ্যে ২ জন স্থাণীয় চিকিৎসায় নেয় ২ ভাই মুলাদী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়া হলেও সভাপতির স্ত্রী মনিকা বেগমের অবস্থা গুরুত্বর বলে জানায়। ঘটনায় কাজীরহাট থানায় মামলা করবে ও বলে আহত পরিবার সূএে জানায়।

সর্বশেষ