৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালের নথুল্লাবাদ টার্মিনালে বাস চলাচল স্বাভাবিক ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে শোকজ কাউখালীতে পরকীয়া জানাজানি হওয়ায় গৃহবধূর আত্মহত্যা বাউফলে জেলেদের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ ঝালকাঠিতে নেতার প্রার্থীর পক্ষে কাজ না করায় আ.লীগের ১০জন বহিষ্কার গৌরনদীতে ১০৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা নথুল্লাবাদ কেন্দ্রীয় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ চাঁদপুরায় গণকের কথায় খলিলের মাংসের দোকানে তালা দিয়েছে মেম্বার ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫

মঠবাড়িয়া পুকুরে বিষ প্রয়োগে দিশেহারা চাষী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার বাদুরতলী গ্রামে বাবুল আকনের পুকুরে এ ঘটনা ঘটানো হয়। বাবুল আকন ওই এলাকার মৃত. সুলতান হকের পুত্র। এতে ওই মাছ চাষীর এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ রিয়াজ গংদের সাথে বাবুল আকনের বিরোধ চলে আসছে। ইতোপূর্বে অভিযোগে উল্লেখিত বিবাদীরা বিভিন্ন ক্ষয় ক্ষতি সাধন সহ ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। ঘটনার তারিখ ও সময় রাত অনুমান সাড়ে ১০ টার দিকে বিবাদীদের উক্ত পুকুরের পাশে ঘোরাফেরা করতে দেখে ভোরে পুকুরে গিয়ে মাছ ভাসতে দেখেন পুকুরের মালিক।বিষয়টি জানা জানি হলে স্হানীয় গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও গন্যমান্য সহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। উপস্হিত সবাই বিষ প্রয়োগেই মাছগুলো মারা গেছে বলে ধারনা করেন।

ক্ষতিগ্রস্ত বাবুল জানান, আমার ব্যক্তিগত পুকুরে ২৫ হাজার টাকা ব্যয়ে রুই-কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি। মাছের পরিচর্যায় আরো ২৫ হাজার টাকা খরচ হয়। মাছগুলো বিক্রি করতে পারলে এসব খরচ উঠে আসতো বলে জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন প্রতিদিনের ন্যায় আজ সকালে মাছের খাবার দিতে গিয়ে মাছগুলো ভাসতে দেখে আমি হতাশ হয়ে পড়ি। আমার লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়,”এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।’

সর্বশেষ