৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল বাউফলে ভাইয়ের ছেলের হা*মলায় বিধ্বস্ত ভিক্ষুকের বসতঘর

মাদারীপুরে জমির বিরোধে গোডাউনে আগুনে দেয়ার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
জমি-জমা বিরোধের জেরে একটি বিস্কুটের গোডাউনে রাতের আধারে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এমন অভিযোগ করেছেন মাদারীপুর সদর উপজেলার পৌরসভাধীন হাজরাপুর গ্রামে মাহফুজুর রহমান রোমানের। তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী করেন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সদর থানা পুলিশ।
ক্ষতিগ্রস্থ্য ব্যক্তি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার হাজরাপুর গ্রামের চর খাগদী মৌজায় মাহফুজুর রহমান রোমান ও তার স্ত্রী নাঈমা রহমান সাত বছর আগে ৬২ শতাংশ জমি ক্রয় করে। এরপর থেকেই ওই এলাকার খোকন মোল্লা ও শেখ দুলাল আহম্মেদ মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সোমবার সন্ধ্যায় রোমান আর শেখ দুলালের সাথে কথা কাটাকাটি হয়। ফলে রাত দেড়টার দিকে শেখ দুলাল আর খোকন মোল্লার লোকজন রোমানের একটি বিস্কুট গোডাউনে আগুন ধরিয়ে দেয় বলে রোমানের অভিযোগ। পরে মাদারীপুরের ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে চরমুগরিয়ার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুনের ফলে গোডাউনের থাকায় প্রায় এক লাখ টাকার মালামাল ক্ষতি হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।
ভূক্তভোগি মাহফুজুর রহমান রোমান বলেন, ‘জমির বিরোধ ধরে শেখ দুলাল আর খোকন মোল্লার লোকজন আমার গোডাউনে আগুন ধরিয়ে গিয়েছে। আমি তাদের বিরুদ্ধে থানার প্রস্তুতি নিচ্ছি। তারা এর আগেও গত বছর আমার নির্মানাধিন ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে তখনও মামলা করেছিলাম। পরপর দু’বার তারা এমন ক্ষতি করলো, তাদের কঠোর বিচার হওয়া উচিত।’
ঘটনার পর থেকে শেখ দুলাল আর খোকন মোল্লাকে বাড়ী গিয়ে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা দাবী করেন, তারা বাড়ীতে নেই।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটনা শুনে একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করে আসছে। প্রাথমিকভাবে কেউ ইচ্ছেকৃতভাবে আগুন দিয়েছে, এটা সঠিক। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। ভূক্তভোগি অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ