২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মায়ের সাথে নানাবাড়ী বেড়াতে এসে লাশ হলো শিশু আবদুল্লাহ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মায়ের সাথে নানা বাড়ী বেড়াতে এসে লাশ হলো ১ম শ্রেণীর শিক্ষার্থী শিশু আবদুল্লাহ (৬)। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর চুনাখালী নামক স্থানে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের ইউনুস মাতুব্বরের পুত্র পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী শিশু আব্দুল্লাহ গত সোমবার মায়ের সাথে নানা আবদুল গনি মোল্লার বাড়ীতে বেড়াতে যায়। আজ বৃহস্পতিবার বিকেলে শিশু আব্দুল্লাহ নানী সকিনা বেগমের সাথে ওই সড়কের পূর্বপাশে মামা শানু মোল্লার বাড়ী থেকে সড়কের পশ্চিমপাশে নানা বাড়ীতে যাচ্ছিল। এ সময় শিশু আবদুল্লাহ নানীর হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হওয়ার সময় পটুয়াখালীগামী ডেকো কোম্পানীর একটি পিকআপ (বরগুনা- ন- ১১-০০৩১) শিশু আব্দুল্লাহকে চাপা দেয়। চাকায় পিষ্ঠ হয়ে শিশু আব্দুল্লাহ মাথার খুলি ফেটে ঘিলু বের হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ও পিকআপটি সড়কের পাশে পড়ে যায়। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিকআপ গাড়ীটি আটক করলেও ড্রাইভার হেলপার গাড়ী ফেলে পালিয়ে গেছে। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুটি নিহতদের ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুর মামা শানু মোল্লা মুঠোফোনে বলেন, ভাগ্নে আব্দুল্লাহ ও মা সকিনা বেগম আমার বাড়ী থেকে সড়ক পাড় হয়ে বাবার বাড়ী যাচ্ছিল। এমন সময় একটি দ্রুতগামী পিকআপ এসে আমার ভাগ্নেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাগ্নে আব্দুল্লাহ নিহত হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানার নিয়ে এসেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ