৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন কারাগারে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর রামপুরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি, দৈনিক সমকালে কর্মরত জাকির হোসেন ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এসময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে এবং তদন্তের মহায়ক হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ