৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব : এমপি শাওন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

লালমোহন (ভোলা) প্রতিনিধি :: ভোলার লালমোহনে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও বাল্য বিবাহসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে লালমোহন থানা কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বর্তমানে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব অনুকরণীয়। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ নিরাপদে রয়েছেন।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।

ওসি মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমুখ।

সর্বশেষ