৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
উজিরপুরে ১০ বছরের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুয়াকাটায় ত্রান প্রতিমন্ত্রীর পক্ষে তৃষ্ণার্ত পথচারীদের পানি ও খাবার স্যালাইন বিতরণ গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন

ঝিনাইদহে ফুলের উৎপাদন ও বিপনন বিষয়ক কৃষক প্রশিক্ষন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ কৃষি বিপনন অধিদপ্তরের উদ্যোগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে শুক্রবার (২২ জানুয়ারি) দিনব্যাপী “বাজার অবকাঠামো,সংরক্ষণ ও পরিবহন সুবিধার মাধ্যমে ফুল বিপণন ব্যবস্থা শক্তিশালী করণ প্রকল্পের আওতায় ফুলের গুণগত উৎপাদন সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং বিপণন বিষয়ক” কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ কৃষি বিপণন অধিপ্তরের জেলা বাজার অনুসন্ধানকারী গোলাম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বিজয় কৃষ্ণ হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজয় কৃষ্ণ হালদার বলেন, ফুলকে এক সময় ফসল হিসেবে গণ্য করা হতো না। শুধু সৌন্দর্যবর্ধক হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু আজ ফুল একটি অর্থকরী ফসল। ফুল চাষ অধিক লাভজনক হওয়ায় মাঠ পর্যায়ে কৃষকের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক শুধু তাই নয় এটি এখন একটি জীবিকা নির্বাহের উপায়ও বটে। ফুল চাষ করে এখন অনেক চাষী লাভবান হচ্ছেন। ফুলকে বলা হয় হাই ভেলু ক্রপ। এ সময় আরো উপস্থিত ছিলেন,ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: মোশাররফ হোসেন, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মনোরঞ্জন চন্দ্র রায়, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো: জমির উদ্দিন, ঝিনাইদহ জেলা ফুলচাষী সমিতির সভাপতি মো: দাউদ হোসেনসহ প্রমুখ। প্রশিক্ষণে বাংলাদেশ ফ্লেওয়ার সোসাইটি, ঝিনাইদহ জেলা ফুলচাষী সমিতির প্রতিনিধি ও প্রান্তিক পর্যায়ের কৃষকসহ মোট ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

সর্বশেষ