৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আরও ২৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮৪ জন রাজধানীতে এবং বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯০০ ও বাইরের হাসপাতালে ২০৭ জন ভর্তি রয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৭০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৩৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৭০১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮ এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৩৪৬ জন রোগী ভর্তি হন।

সর্বশেষ