৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ২১ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: করোনা মহামারী কাটিয়ে দীর্ঘ প্রায় ১৮ মাস পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খুলে দেয়া হয়েছে। নূন্যতম এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারীরা হলে উঠেছেন।

মঙ্গলবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ সাদেকুল আরেফিন জানান, বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীকে ভ্যাকসিন প্রদানে সর্বাত্মক চেষ্টা চলছে। যাদের এনআইডি নেই তাদের যতদ্রুত সম্ভব তা প্রদানে নির্বাচন কমিশনের সাথে কথা চলছে বলেও জানান উপাচার্য। এনআইডি নেই এমন শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা সে লক্ষেও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা চলছে। তবে পুরো বিষয়টি জাতীয় নীতিমালার ওপর অনেকটাই নির্ভরশীল বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা দীর্ঘ ১৮ মাস পরে শিক্ষা প্রতিষ্ঠানটি খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা প্রিয় ক্যাম্পাসে ফেরার অপেক্ষায় বলে জানিয়েছে। পাশাপাশি যেকোনভাবেই অবিলম্বে সব ছাত্র-ছাত্রীকে ভ্যাকসিনের আওতায় আনারও দাবী জানিয়েছে।

সর্বশেষ