৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল বাউফলে ভাইয়ের ছেলের হা*মলায় বিধ্বস্ত ভিক্ষুকের বসতঘর

আমতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মুজিব শতবর্ষ উদযাপন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের তত্বাবধানে ও আমতলী কৃষি অফিসের সহযোগিতায় অঞ্চলভিত্তিক বিশেষ প্রর্দশনী স্থাপনের জন্য বরগুনার আমতলীতে ৫০জন কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলার আমড়াগাছিয়া নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের সভাপতিত্বে বিজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি বরিশালের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি বরিশালের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবু সাঈদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক মহামারী কোভিক ১৯ পেক্ষাপটে স্বাস্থ্য সুরক্ষায় সরকারী নির্দেশনা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কৃষিক্ষেত্রে এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে তা যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, দেশের খাদ্য নিরাপত্তার জন্য এ অঞ্চলে উফসী জাতের আবাদ বাড়াতে হবে। সে লক্ষ্যে কৃষকদের মাঝে সম্প্রতি উদ্ভাবিত উফসী ধানের জাতসমূহ প্রদর্শনীতে অন্তভর্’ক্ত করা হয়েছে।

বিশেষ অতিথি তার বক্তব্যে কৃষকদের স্থাণীয় জাতের পরিবর্তে ব্রি উদ্ভাবিত উফসী জাতের ধানের চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন ও কৃষকদের এ জাতগুলো বীজধান সংরক্ষণ করে পরবর্তী বছরে অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য অঞ্চল ভিত্তিক বিশেষ প্রদশর্নী স্থাপনের জন্য উপজেলার চুনাখালী এলাকায় ৫৫ একর জমিতে জন্য উচ্চ ফলনশীল (উফসী) ধানের জাত বিআর-২৩, ব্রি ধান- ৭৬, ব্রি ধান- ৭৭ ও ব্রি ধান-৮৭ এর ৫৫০ কেজি বীজ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমতলী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেল্লাল হোসেন, ব্রি- বরিশাল বৈজ্ঞানিক সহকারী মোঃ আশিক ইকবাল প্রমুখ।

সর্বশেষ