৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুমকিতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিকদার এর নির্বাচনী অফিস উদ্বোধন পিরোজপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মনপুরায় জেলেদেরকে মা*রধ*র করে টাকা ছি*নিয়ে নিল মৎস্য কর্মকর্তারা! আচরণবিধি লঙ্ঘন করায় ঝালকাঠি সদরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ বরিশালের দুই উপজেলায় ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ বরিশালে ৮ঘন্টা বন্ধ থাকার পর ফের বাস চলাচল স্বাভাবিক ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন পাথরঘাটায় ৭ মণ হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমের উপকার ভুলেনি বৃদ্ধ মফিজুল বাউফলে ভাইয়ের ছেলের হা*মলায় বিধ্বস্ত ভিক্ষুকের বসতঘর

উজিরপুরে প্রথম স্ত্রীর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে যৌতুকের দাবিতে প্রথম স্ত্রীকে মারধর ও ঘরে তালাবদ্ধ করে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ মার্চ) অভিযোগের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এএসআই আল-আমিন ঘটনাস্থলে পরিদর্শন করেন।

অভিযোগ ও নির্যাতিতা সূত্রে জানা যায়- উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত ভাসাই হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৫৫) এর সাথে ২৮ বছর পূর্বে মোড়াকাঠি গ্রামের আবুল হাসেম সরদারের মেয়ে মোসাঃ রাশিদা বেগম (৫০) এর সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩টি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। ইতিপূর্বে তাদের সংসার ভালোই চলছিল। তবে কালাম হাওলাদার জীবিকা নির্বাহের জন্য ব্রুনাই যান। এরপর ৬ বছর পূর্বে নাজমা বেগম (৪৬) নামে এক নারীকে বিবাহ করেন। এরপর বাংলাদেশে ফিরে এসে কালাম হাওলাদার ও তার ২য় স্ত্রী নাজমা বেগম মিলে ১৫ মার্চ সকাল ১০টায় প্রথম স্ত্রী রাশিদা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এবং কালাম হাওলাদার ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এতে অস্বীকৃতি জানালে রাশিদা বেগমকে ঘরে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রাশিদা বেগম।

অভিযুক্ত কালাম হাওলাদার বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যপারে ভুক্তভোগী রাশিদা বেগম জানান- আমাকে আমার স্বামী কালাম হাওলাদার ও তার ২য় স্ত্রী নাজমা বেগম মিলে আমার উপর অমানুষিক নির্যাতন চালায় এবং আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দেয়। আমি বর্তমানে তিন মেয়েকে মানবেতর জীবনযাপন করছি।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি ও স্বামীর অধিকার ফিরে পেতে নির্যাতিতা রাশিদা বেগম পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।’’

সর্বশেষ