২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত পিরোজপুরে ভোটে অংশ নেওয়ায় দল থেকে বিএনপি নেতা বহিষ্কার

কুয়াকাটায় ভীড় জমিয়েছে রেকর্ড সংখ্যক পর্যটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুয়াকাটা প্রতিনিধি :::: সরকারী তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে রেকর্ড সংখ্যক পর্যটক। বৃহস্পতিবার বিকাল থেকেই এসকল পর্যটকদের আগমন ঘটে।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উল্লাসে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ। লক্ষাধিক পর্যটকের আগমনে বিক্রি বেড়েছে বিপনীবিতান থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বুকিং রয়েছে কুয়াকাটার সকল হোটেল মোটেল। এদিকে পর্যটকের এমন ভীড়ে মুখর হয়ে উঠেছে লেম্বুর বন, শুটকি পল্লী ও গঙ্গামতি সহ সকল পর্যট স্পট। আগতদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর রয়েছে প্রশাসন।

ঝিনুক ব্যবসায়ী ছগির জানান, এই দুই সপ্তাহে আগের চেয়ে অনেক পর্যটক বেড়েছে,তার সাথে আমাদের দোকানে বিক্রিও বেড়েছে।

বেঞ্চী ব্যবসায়ী ইব্রাহিম জানান,আমরা আজকে পর্যটকদের বেঞ্চে বসার যায়গা দিতে পারছিনা।

হোটেল-মোটেল অউনার এসোসিয়েশনর সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, এখন নাতিশীতোষ্ণ থাকায় ব্যপক পর্যটকের আগমন ঘটেছে,আমাদের হোটেল গুলোর বেশীরভাগ রুমই বুকিং রয়েছে।

ট্যুরিষ্ট পুলিশের ওসি হাসনাইন পারভেজ বলেন, আমরা সবসময়ই পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত। আজকে আগের বেশী পর্যটক এসেছে।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, গত একমাস যাবৎ মহাসড়কে বাস,গাড়ি নিয়ে পর্যটকদের অনেক ঝামেলা পেয়াতে হয়েছে,তাই আমরা নতুন করে মাঠ পরিস্কার করে গাড়ি রাখার ব্যবস্তা করেছি এবং বাসষ্টানের কাজ তড়িৎ গতিতে চালাচ্ছি।

সর্বশেষ