৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাচাই শুরু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email


আগৈলঝাড়া প্রতিনিধিঃ
টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা হওয়া যায়, এই কথা যেন আর আমাদের শুনতে না হয়। যদি যাচাই বাছাই কমিটির কারো টাকার দরকার হয় তবে বলবেন, আমি আমার সম্মানী ভাতার এক বছরের পুরো অংশ তাকে দিয়ে দেব। তবুও যেন টাকা দিয়ে কোন অ-মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতে না পারে। দেশের যেখানে যেভাবেই যাচাই বাছাই হোক না কেন তা আমাদের জানার দরকার নেই, আমরা যেন মন্ত্রণালয়ে আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা পাঠাতে পারি। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মন্ত্রণালয়ের প্রেরিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রথম মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি, উপজেলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এসব কথা বলেন। সভায় সরকারী নির্দেশনা অনুযায়ি যাচাই বাছাই কমিটির সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিনিধি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনীত প্রতিনিধি সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সদস্য অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন সভায় উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন গঠিত কমিটির সদস্যরা। বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম জানান, মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত ৪১জন এবং বিভিন্ন বাহিনীর ৫জনসহ মোট ৪৬জন মুক্তিযোদ্ধার কাগজপত্র যাচাই বাছাই এবং তাদের সাক্ষাৎকার গ্রহন করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার সহযোদ্ধাদের স্বাক্ষ্য গ্রহন করা হবে। যাচাই বাছাই শেষে কমিটির সদস্যরা মন্ত্রণালয়ে তাদের সুপারিশসহ সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রেরণ করবেন।

সর্বশেষ