৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ

আমতলীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আটক ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
কুয়াকাটা পর্যটন কেন্দ্রের একটি আবাসিক হোটেলে নিয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক জিসান ওরফে সোহেল (১৮) ও সহযোগী সাগরকে (২১) গ্রেফতার করা হয়েছে। ধর্ষনের ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে আটক দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেলের সাথে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরী হয় ধর্ষনের স্বীকার হওয়া ওই শিক্ষার্থীর। এক পর্যায়ে জিসান ওই শিক্ষার্থীর সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে। গত সোমবার সন্ধ্যার পূর্বে জিসান দেখা করতে আমতলী এসে ওই শিক্ষার্থীর বাসার সামনে যায়। এরপর ওই শিক্ষার্থীর মোবাইল ফোনে কল করলে সে বাসা থেকে বের হয়ে জিসানের সাথে দেখা করে। এক পর্যায়ে জিসান তাঁকে নিয়ে ঘুরে বেড়ানোর কথা বলে একটি ব্যাটারী চালিত অটোরিক্সায় তুলে আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটের দিকে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা একটি ভাড়াটে মোটর সাইকেলে ওই শিক্ষার্থীকে তুলে কুয়াকাটায় নিয়ে যাওয়া হয়। ওই দিন রাত ৮টার দিকে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের হোটেল “রাজু” নামে একটি আবাসিক হোটেলে তাঁরা ওঠে। সেখানে জিসান ওরফে সোহেল স্কুল শিক্ষার্থীকে ধর্ষন করে। এরপর হোটেল রাজু থেকে শিক্ষার্থীকে নিয়ে ওঠানো হয় “সাগর নীড়” নামে অপর একটি আবাসিক হোটেলে। হোটেলটির নীচ তলার দু’টি কক্ষ ভাড়া নিয়ে রাতভর ধর্ষণ করে স্কুল শিক্ষার্থীকে। মঙ্গলবার সকালে ধর্ষক জিসান ওরফে সোহেল ওই স্কুল শিক্ষার্থীকে একটি পরিবহনে তুলে আমতলী পাঠিয়ে দেয়।

সে বাড়িতে ফিরে তার মায়ের কাছে পুরো ঘটনা জানায়। মঙ্গলবার দুপুরে ধর্ষণের স্বীকার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় ধর্ষক জিসান ওরফে সোহেল, সহযোগী সাগরের নাম উল্লেখ করে ও অপর অজ্ঞাত একজনকে আসামী করে মামলা দায়ের করেন। ওইদিন বিকেলে আমতলী থানা পুলিশ জিসান ওরফে সোহেলকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন থেকে এবং সহযোগী সাগরকে আমতলী পৌর এলাকার চৌরাস্তা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া জিসান ওরফে সোহেল মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র পেশায় ভাড়াটে মোটরসাইকেল চালক। সহযোগী সাগর আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের সানু হাওলাদারের পুত্র।

গ্রেফতারকৃত ধর্ষক জিসান ও সহযোগী সাগরকে বুধবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষিত হওয়া শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, মোবাইল ফোনে বন্ধুত্ব করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। মূল অভিযুক্ত ও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিত হওয়া শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, সাগর নীড় আবাসিক হোটেলের রেজিষ্টারে সঠিকভাবে নাম লিপিবদ্ধ করা হয়নি এ জন্য হোটেলটির রেজিষ্টারও জব্দ করা হয়েছে।

সর্বশেষ